সোমবার । ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৬, সোমবার ।। ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আবারও হাসপাতা‌লে খা‌লেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার (১০ জুন) রাত ৩টা ২০মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।তি‌নি জানান, রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে এভার‌কেয়ার হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়।

এসময় খা‌লেদা জিয়ার সঙ্গে হাসপাতা‌লে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এম জাহিদ হোসেন। ৩টা ২০ মিনিটে তা‌কে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বি‌ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, খা‌লেদা জিয়ার সব‌চে‌য়ে বড় শারী‌রিক সমস্যা লিভার সিরোসিস, সেটা এখন ভালো আছে।

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গ ছয় মাসের জন্য মুক্তি পান তি‌নি। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়ে‌ছে। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তি‌নি। তার ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা শারী‌রিক সমস্যা র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
সাম্প্রতিক খবর