বুধবার । ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৩, বুধবার ।। ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ইসির ডাকে বিএনপিসহ ৫ দলের সাড়া নেই

ইভিএম যাচাইয়ের জন্য দ্বিতীয় দিনের বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে বিএনপিসহ ৫টি দল অংশ নেয়নি। সভায় ১৩টি রাজনৈতিক দলকে মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছে ৮টি দল।

মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে যে দলগুলো অংশ নেয়নি-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

অংশ নেওয়া দলগুলো হলো-

বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ।

প্রসঙ্গত, গত ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১১টি দল অংশ নেয়। আগামী ২৮ জুন আওয়ামী লীগসহ বাকি ১৩টি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
সাম্প্রতিক খবর