মঙ্গলবার । ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯, মঙ্গলবার ।। ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

গ্যাসের বাড়তি দাম প্রত্যাহারের দাবি সিপিবির

অনলাইন ডেস্ক: 

গ্যাসের দাম বৃদ্ধিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অবিলম্বে তা প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। রোববার (৫ জুন) সংবাদ মাধ্যমে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দুর্নীতি অপচয় বন্ধ করলে দাম কমানো সম্ভব। অন্যদিকে ঢাকাসহ যেসব এলাকায় মিটার নেই, সেসব এলাকার দুই চুলার গ্রাহক গড়ে ৫০০ টাকার গ্যাস পুড়ালেও ৯৭৫ টাকা বিল দিয়ে চলছে। এতে তারা কম গ্যাস পুড়িয়ে গ্রাহক ডাবল টাকা দিচ্ছে আর তিতাস ওই গ্যাস ব্যবহার দেখিয়ে দুর্নীতি করছে। সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে এবং অপচয় প্রতিরোধ না করে দাম বাড়িয়ে নিজের ব্যর্থতা সাধারণ মানুষের কাঁধে তুলে দিচ্ছে। এটা জনগণ মেনে নেবে না।

এতে আরও বলা হয়, মানুষ এমনিতেই নানা সংকটে আছে। তার ওপর দাম বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবনে নতুন বোঝা চাপাবে। আমরা দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, গ্যাস খাতের অপচয়-দুর্নীতি বন্ধ এবং সব গ্রাহককে মিটার সংযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
সাম্প্রতিক খবর