সোমবার । ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০, সোমবার ।। ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চুরি তো চুরি আবার ‘সিনাজুরি’ : রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভোট ডাকাতি ও দিনের ভোট রাতে করে বলছেন- জনগণ ক্ষমতায় বসিয়েছে। চুরি তো চুরি আবার ‘সিনাজুরি’- প্রবাদটি আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বক্তব্যের বেলায় শতভাগ প্রযোজ্য।

সোমবার (৯ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয় তিনি যেন ভূতের সঙ্গে কথা বলেছেন। তার কথা শুনে মানুষের চাপাহাসি হাসবে তা তিনি ভালো করেই জানেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের নামে দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ দিয়েছেন, লাখ লাখ কোটি টাকা পাচারের ব্যবস্থা করে দিয়েছেন, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার ধ্বংস করেছেন, নিত্যপণ্যের দাম লাগামহীন করে সরকারি দলের সিন্ডিকেটকে লুটের সুযোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী আপনি কি মনে করেন না যে, দিনের ভোট রাতে করে, একের পর এক কালো আইন করে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণ করেছেন বলেও প্রশ্ন রাখেন রিজভী।

নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ইভিএমে ভোট করার কথা বলছে, এটা করার কোনো অধিকারই নেই তাদের। কারণ, তারা জোর করে ক্ষমতায় আছে। আমরা ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি।

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে গেলে প্রতারণার ফাঁদে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
সাম্প্রতিক খবর