বিকাল ৩:৩৮, শুক্রবার ।। ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮, শুক্রবার ।। ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দেশে আইনের শাসন নেই, মানুষের কথা বলার অধিকার নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে আজ আইনের শাসন নেই, মানুষের কথা বলার অধিকার নেই। এমনকি শাসনতন্ত্রের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করে ফেলা হয়েছে। সেটার জবাবদিহি সংসদেও নেই। বুধবার (২২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নোমান বলেন, আন্দোলন কখনো ক্ষান্ত হয় না, এটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমরা জয়ের মুখোমুখি, বিজয় আমরা অর্জন করবই। এই বিজয় অর্জনের জন্য রাজনৈতিক যে মনোভাব, যে শক্তি, এটা আমাদের মধ্যে থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
সাম্প্রতিক খবর