শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ায় বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। বুধবার (৮ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবের উদ্দেশে নানক বলেন, ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এই আওয়ামী লীগ হঠাৎ করে কোনো সামরিক জান্তার পকেট থেকে বেরিয়ে আসা দল নয়। কেউ যদি আঘাত করে, তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, সোনার বাংলাদেশ বিনির্মাণে লাগাতার চেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।