সোমবার । ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৬, সোমবার ।। ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বৃহত্তর ঐক্য গঠনে সাড়া পাচ্ছে বিএনপি

সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টায় বিএনপি ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৪ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, যারা বর্তমান সরকারকে সমর্থন করে না সেসব দল ও ব্যক্তিকে নিয়ে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে বিএনপি চেষ্টা চালাচ্ছে। আমরা আনন্দিত এতে অনেক সাড়া পাচ্ছি। তার চেয়ে বেশি আনন্দিত জনগণের মধ্যে বেশি সাড়া পেয়েছি। এখন শুধুমাত্র রাস্তায় নেমে কার্যকর আন্দোলন সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এবার তারা ইভিএমের মাধ্যমে আরেকটা কারচুপি করার চিন্তা-ভাবনা করছে।

বিএনপির এই নেতা বলেন, সব জিনিসের দাম বেড়েছে। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে টাকার মান কমে যাচ্ছে! এটা এই দুঃশাসনের জন্য হচ্ছে।

তিনি বলেন, মানুষ এই সরকারে প্রতি বিক্ষুব্ধ। এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। জনগণ শিগগির এই সরকারের পতন চায়।

সূত্র: rtv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর
সাম্প্রতিক খবর