রাজনীতিবিদদের সম্মানে ঢাকায় ইফতারের আয়োজন করল বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন। সোমবার আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। তবে অন্য সময়ের চেয়ে এবার ইফতারে বিএনপির একাধিক প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় হাইকমিশন এ ইফতারির আয়োজন করে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইফতারে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আর দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ফরেন উইং প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী যেতে পারেননি বলে জানা গেছে।
ইফতারের পর ভারতীয় হাই-কমিশনার বিক্রম দোরাইস্বামী বিএনপি নেতাদের নির্ধারিত টেবিলে বসে কথা বলেন। এসময় সবাইকে বেশ প্রাণবন্ত দেখা গেছে।
ভারতীয় হাইকমিশনার আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
ইফতারে অংশ নেয়া বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, ইফতারের আয়োজন যেহেতু এখানে শুধু কুশল বিনিময়, সৌজন্যতার খাতিরে কথাবার্তার বাইরে কোনো কথা হয়নি।
ইফতারে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানকসহ অন্তত ১৫ জন নেতা, মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পার্টির নেতারাও ছিলেন।
এছাড়া রাজনীতিকদের মধ্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু প্রমুখ ইফতারে অংশ নেন।
সূত্র: ঢাকা টাইমস